ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নতুন পণ্যের রপ্তানি বাড়াতে গুরুত্ব আরোপ এফবিসিসিআইএ’র

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ৩০ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নতুন পণ্যের রপ্তানি বাড়াতে গুরুত্ব আরোপ এফবিসিসিআইএ’র

অর্থনৈতিক প্রতিবেদক : এশিয়ার সম্ভাবনাময় দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং নতুন পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেছে ব্যবসায়ী শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সভাকক্ষে এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ফরেন এ্যাফেয়ার্স (এশিয়া এন্ড প্যাসিফিক) এর সভায় এই গুরুত্ব আরোপ করেন ব্যবসায়ীরা।

সভায় ব্যবসায়ীরা রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বিজিএমইএ এর সহায়তায় বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পোশাক রপ্তানি বাড়ানোসহ বিশ্বের বিভিন্ন দেশে বিপুল শ্রমশক্তির যে চাহিদা রয়েছে, সেই সুযোগ গ্রহণে কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা করা হয়।

দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের পাশাপাশি হস্তশিল্প, লুঙ্গি ও অন্যান্য পণ্যের রপ্তানি বাড়াতে ব্যবসায়ী নেতারা এসব খাতের উদ্যোক্তাদের যথাযথ সহযোগিতা প্রদানের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইনচার্জ শারিতা মিল্লাত সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন।  সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মেহেদী আলী। এফবিসিসিআই পরিচালক খন্দকার রুহুল আমিন এবং হাফেজ হারুণ অর রশিদসহ বিভিন্ন খাত থেকে আসা কমিটির সদস্যরা আলোচনায় অংশ নেন।



রাইজিংবিডি/ঢাকা/৩০ জুন ২০১৮/নাসির/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়