ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বে মডেল কেন্দ্র : ভূমিমন্ত্রী

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৫, ৬ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রূপপুর বিদ্যুৎ কেন্দ্রটি বিশ্বে মডেল কেন্দ্র : ভূমিমন্ত্রী

পাবনা প্রতিনিধি : ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে বিশ্বের অন্যতম এ্যাটমিক রিএ্যাক্টর এনার্জি উৎপাদনের মডেল রূপ দিচ্ছেন।

তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পাওয়ার প্লান্টটি বিশ্বের আদর্শ রোল মডেল হিসেবে গড়ে তোলা হচ্ছে।

শুক্রবার ঈশ্বরদী উপজেলা পরিষদ কার্যালয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প এলাকায় সরকারি খাস জমিতে অস্থায়ীভাবে চাষাবাদকারী কৃষকদের মাঝে ফসলের ক্ষতিপূরণের চেক বিতরণ অনুষ্ঠান এবং আসন্ন ১৪ জুলাই প্রধানমন্ত্রীর ঈশ্বরদী আগমন উপলক্ষে প্রস্তুতিমূলক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ সব কথা বলেন।

পরে মন্ত্রী ২০৬ জন কৃষকের মাঝে ৮ কোটি টাকার চেক বিতরণ করেন। পর্যায়ক্রমে ৫২৫ জন কৃষকের মাঝে ২৮ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হবে।

পাবনা জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন বক্তব্য দেন।

মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, সরকারি পতিত জমিতে এত দিন কৃষকরা আবাদ করেছে। এখন নতুন করে ৮০০ একর খাসজমি রূপপুর প্রকল্পের আওতাভুক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই বছরের আবাদি ফসলের ক্ষতিপূরণ কৃষকদের মাঝে বিতরণের নির্দেশ দিয়েছেন। সেই লক্ষ্যেই ২৮ কোটি টাকা ৫২৫ জন কৃষকের মাঝে বিতরণ করা হচ্ছে।



রাইজিংবিডি/পাবনা/৬ জুলাই ২০১৮/শাহীন রহমান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়