ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

হোসিয়ারী শ্রমিক শাকিল হত্যায় গ্রেপ্তার ১

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ১৭ জুলাই ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হোসিয়ারী শ্রমিক শাকিল হত্যায় গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জেলার  নয়ামাটি এলাকায় হোসিয়ারি শ্রমিক শাকিল মিয়া হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সারোয়ার হোসেন নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকা থেকে সারোয়ার হোসেনকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার পুলিশ এ তথ্য জানিয়ে বলেছে, সারোয়ারের স্বীকারোক্তি অনুযায়ী কারখানা থেকে উদ্ধার করা হয়েছে রক্তমাখা শার্ট ও কেচি।

গ্রেপ্তারকৃত সারোয়ার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া থানার বড় বাড়িয়া এলাকার মৃত ঈমান আলীর ছেলে। সে হাসনে আরা হোসিয়ারি কারখানায় কাটিংয়ের কাজ করতো।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কামরুল ইসলাম জানান, হোসিয়ারী শ্রমিক শাকিল হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামী সারোয়ার হত্যার কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই নগরীর নয়ামাটি এলাকার হাসনে আরা হোসিয়ারী থেকে শাকিল মিয়ার শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মামা আব্দুল কাদির বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৭ জুলাই ২০১৮/রাকিব/এনএ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়