ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

গোপালগঞ্জে ‘কবিগান’ অনুষ্ঠিত

বাদল সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৪, ৬ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গোপালগঞ্জে ‘কবিগান’ অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘কবিগান’ অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী লোকনাথ ব্রম্মচারীর ২২৮তম আবির্ভাব উপলক্ষে লোকনাথ সেবকসংঘ কবিগানের আয়োজন করে।

বুধবার সন্ধ্যায় সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ী প্রাঙ্গণে ‘কবিগান’ পরিবেশন করেন প্রখ্যাত কবিয়াল মনি শংকর সরকার ও সঞ্জয় হালদার। গভীর রাত পর্যন্ত তাদের যুক্তিতর্ক ও গান শুনে মুগ্ধ হন শত শত শ্রোতা। কবিয়ালদের যুক্তি-তর্ক শুনতে ভিড় করেন শ্রোতা-দর্শক।

শুধু গোপালগঞ্জ শহর নয়, আশপাশের উপজেলা থেকে অনেকে কবিগান শুনতে আসে। অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়। হারিয়ে যাওয়া কবি গান শুনে অনেকে পুরনো দিনে হারিয়ে যায়।

‘কবিগান’ বাঙালি সংস্কৃতির পুরনো ধারা। ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজম্মকে ধারণা দিতে এর আয়োজন হয়েছে বলে আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে।



রাইজিংবিডি/গোপালগঞ্জ/৬ সেপ্টেম্বর ২০১৮/বাদল সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়