ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুজনের মৃত্যু

তানভীর হাসান তানু || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২২, ১১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুজনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুরে সাপের কামড়ে এক শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।

সোমবার রাতে হরিপুরে গৃহবধূ রমিশা (৩৫) এবং পীরগঞ্জ উপজেলার নারায়নপুর এলাকার জায়েদ হাসান দিপুর (৭) মৃত্যু হয়েছে।

সোমবার রাতে হরিপুর উপজেলার বকুয়া ইউনিয়নের গজ-ডুমডাঙ্গী গ্রামের শফিউদ্দিনের স্ত্রী রমিশা গোয়াল ঘরে গরুকে খাবার দিতে গেলে বিষধর সাপ কামড় দেয়। রাণীশংকৈল উপজেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

অপরদিকে, পীরগঞ্জ উপজেলার নারায়নপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র জায়েদ হাসান দিপুকে সোমবার তার বাড়ির শয়ন কক্ষে বিষাক্ত সাপ কামড় দেয়। বাড়ির লোকজন রাতে দিপুকে প্রথমে ওঝা দিয়ে ঝাড়ফুক করায়। রাতে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঠাকুরগাঁও পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান ও রানীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান সাপের কামড়ে মৃত্যু হওয়ার কথা নিশ্চিত করেছেন।



রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১১ সেপ্টেম্বর ২০১৮/তানভীর হাসান তানু/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়