![]() |
অণুকবিতা, ক্ষুদ্র কবিতা, ছোট কবিতা- যাই বলি না কেন, আদতে এগুলো আকারে ছোট কবিতা। আকারে ছোট, শব্দ বা বাক্য সংখ্যা আঙুলে গোণা যায়। কিন্তু প্রকারে এগুলো বৃহৎ। কবিতা নিজেই সাহিত্যের এমন পরমতম মাধ্যম যা অল্পের মধ্যে অনেক বলার প্রবণতা রাখে। মহাকাব্য, উপন্যাস, গল্প- সবার চেয়ে আয়তনে ছোট হলেও কবিতা সবার চেয়ে ওজনে ভারী। কারণ বোধ ও ভাবের সবচেয়ে সুনির্বাচিত শব্দ চয়ন, প্রকাশভঙ্গির সবচেয়ে ঘন ও গহীন ভাষাই তো কবিতা। এর মধ্যে যে কবিতাগুলো অণুকবিতা, তারা যেন পারমাণবিক বোমার মতোই, ছোট্ট, কিন্তু ভয়ঙ্কর শক্তিধর।
এখানে বিশ্বের নানা দেশের ২৫ জন কবির ২৫টি অণুকবিতা নির্বাচন করা হয়েছে মূলত বৈচিত্র আর গভীরতা তুলে ধরতেই। মাত্র, এক শব্দেও অণুকবিতা লিখেছেন কেউ, কেউবা কয়েক লাইনে। স্বল্প পরিসরে পাঠকের সঙ্গে বিশ্বকবিতার মানচিত্রের একটা সংক্ষিপ্ত নমুনা হয়ে থাকলো এ অণুকবিতা সম্ভার। ভূমিকা, অনুবাদ ও সম্পাদনা : মুম রহমান
আমার একটি কন্যা আছে, সোনালী \\ সাফো
আমার একটি কন্যা আছে, সোনালী,
সুন্দরী, একটি ফুলের মতো-
ক্লেইস, আমার ভালোবাসা-
আমি তাকে বিনিময় করবো না যেনো
লিডিয়ার সমস্ত সম্পদ দিলেও।
শোক \\ পিন্ডার
তারকারাশি আর নদ-নদী
আর ঊর্মিমালা তোমাকেই ডাকে
ফিরে এসো তুমি ফিরে এসো।
জুঁই \\ জর্জ সেফারিস
হোক সেটা সন্ধ্যা
কিংবা ভোরের প্রথম আলো
জুঁই রয়ে যায়
সদাই সাদা।
পাহাড়ের চূড়া \\ ন্যালি সাক্স
পাহাড়ের চূড়াগুলি
একে অপরকে চুমু খাবে
যখন মানুষেরা তাদের মৃত্যুর কুড়েঘর ছেড়ে চলে যাবে
এবং একে অপরকে মুকুট পরাবে
রঙধনু দিয়ে
সাতরঙা সান্ত্বনা
পৃথিবীর রক্তক্ষরণের-
সঙ্গীত \\ হুয়ান র্যামন হিমানেথ
সঙ্গীত
এক নগ্ন নারী
পাগলের মতো দৌঁড়াচ্ছে বিশুদ্ধ রাত্রিরে!
প্রশ্নের বই থেকে \\ পাবলো নেরুদা
ওরা কেন পাঠায় না ছুঁচো
আর কচ্ছপকে চাঁদে?
এই প্রকৌশলী প্রাণীরা কি পারবে না
সেখানে গর্ত আর সুড়ঙ্গ খুঁড়তে?
দায়িত্ব নিতে পারবে
এই সুদূর পরিদর্শনের?
জীবন হলো সন্দেহ \\ মিগ্যুয়েল ডি উনামুনো
জীবন হলো সন্দেহ,
আর সন্দেহ ছাড়া বিশ্বাস মৃত্যু ছাড়া আর কিছুই নয়।
একজন পাদ্রির প্রতি উত্তর \\ উইলিয়াম ব্ল্যাক
কেন ভেড়ার মতো তুমি শান্তি কামনা করতে শেখো না
কেননা আমি চাই না তুমি আমার লোমগুলো কেটে ফেলো।
ক্ষুদ্রতম এবং মধুরতম গানগুলি \\ জর্জ ম্যাকডোনাল্ড
আসো
বাড়ি।
বেগম শশী \\ রজার ম্যাকগো
বেগম শশী
আকাশে আছেন বসি
ছোট্ট বৃদ্ধা মহিলা
তবে তাই হোক
একটি ম্লান আলোর গোলক
আর রূপালী সুই দিয়ে
রাত্রি বুনে যাক।
আমার সারাটি জীবন \\ রেজিনা ডেরিভা
আমার সারাটি জীবন
আমি অন্বেষণ করেছি
একজন দেবদূতের।
আর সে এলো
এটা বলতেই
‘আমি কোন দেবদূত নই!’
আজ আমি আবার যাবো \\ ভেলিমির খেলবনিকোভ
আজ আমি আবার চলে যাবো
জীবনের কাছে, দর কষাকষির কাছে, বাজারের মাঝে,
আর আমার গানের সেনাবাহিনীকে নেতৃত্ব দেবো
বাজার প্রবাহের সাথে দ্বন্দ্বযুদ্ধে যেতে।
আদম \\ এডোনিস
আদম আমার কাছে ফিসফিস করে বললো
একটা দীর্ঘশ্বাস গিলে ফেলে,
নীরবতা এবং ঘ্যানঘ্যানানি সহ-
‘আমি পৃথিবীর প্রথম পিতা নই।
আমি কখনো স্বর্গ দেখিনি।
আমাকে ঈশ্বরের কাছে নিয়ে যাও।’
ওহ, আমার প্রেম \\ নিজার কাবানি
ওহ, আমার প্রেম
তুমি যদি আমার পাগলামির স্তরে পৌঁছতে
তুমি হয়তো ছুঁড়ে ফেলতে তোমার সব অলঙ্কার
বেঁচে দিতে সব চুড়ি,
আর ঘুমিয়ে পড়তে আমারই চোখে।
পাঁড় মাতাল \\ কু উন
আমি কখনোই একটা একক সত্তা ছিলাম না।
ষাট লক্ষ ট্রিলিয়ন কোষ!
আমি সমবেতভাবে বাঁচছি।
আমি আঁকাবাঁকা টলছি একা,
ষাট লক্ষ ট্রিলিয়ন কোষ, সবাই পাঁড় মাতাল।
পৃথিবীর দীর্ঘতম ভালোবাসার কবিতা \\ নিয়ি ওসোনডারে
হ্যাঁ...
১(টি \\ ই ই কামিংস
১(টি
পা
তা
ঝ
রে
যা
চ্ছে)
১
লাইনেই
ক্লান্ত ঘোড়া \\ বব ডিলান
সূর্যের মাঝে সকল ক্লান্ত ঘোড়া
আমি কী করে চলবো তাদের ছাড়া?
হুম।
প্রত্যেকের কাছ থেকে এক পৃথিবী শিখি \\ এলেন গিন্সবার্গ
আমি প্রত্যেকের কাছ থেকে এক পৃথিবী শিখি
যাদের ভালোবেসেছি আমি
কতো পৃথিবী তাদের মধ্যে
এক জ্যোতিষ্কমণ্ডল।
একটি লোক মহাবিশ্বকে বললো \\ স্টিফেন ক্রেন
একটি লোক মহাবিশ্বকে বললো
‘জনাব, আমি আছি!’
‘যাহোক’, উত্তর দিলো মহাবিশ্ব,
‘এই ঘটনা আমার মধ্যে সৃষ্টি করে না
কোনো ধরনের দায়িত্ব বোধের।’
স্বর্গ \\ ল্যাঙ্গস্টন হিউজ
স্বর্গ
হলো সেই জায়গা
সুখ যেখানে
সর্বত্রই।
তরমুজেরা \\ চার্লস সিমিক
সবুজ বুদ্ধেরা
ফলের সাঁরিতে।
আমরা হাসিগুলো খাই
আর বীজগুলো থু করে ফেলে দেই।
মাছ \\ সেল সিলভারস্টাইন
ছোট মাছ খায় পিচ্চি মাছেদের,
বড় মাছ খায় ছোট মাছেদের-
তাই শুধু বড় মাছেরাই হয় মোটা।
তুমি কি এমন মানুষ দেখেছো একটা?
রাইজিংবিডি/ঢাকা/২৯ সেপ্টেম্বর ২০১৮/তারা