ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মোনাকোতে সম্মানিত ওয়েঙ্গার, জোকোভিচ

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৮, ১৯ ফেব্রুয়ারি ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোনাকোতে সম্মানিত ওয়েঙ্গার, জোকোভিচ

ক্রীড়া ডেস্ক: লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন আর্সেনালের প্রাক্তন কিংবদন্তি কোচ আর্সেন ওয়েঙ্গার। তার সঙ্গে মোনাকোতে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে টেনিস তারকা নোভাক জোকোভিচকে।

অনুষ্ঠানে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ারের মর্যাদা দেওয়া হয় জোকোভিচকে। তার সঙ্গে স্পোর্টসওমেনের অ্যাওয়ার্ড পান সিমন বাইলসকে। আর ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারকে দেওয়া হয় লাইফটাইম অ্যাচিভেমেন্ট অ্যাওয়ার্ড।

টেনিস ললনা নাওমি ওসাকাকে দেওয়া হয় ব্রেক থ্রো অ্যাওয়ার্ড। অন্যদিকে মর্ন্টে কার্লো কমপ্লেক্সে অসাধারণ পারফরম্যান্সের জন্য লিন্ডসে ভন স্প্রিট অব স্পোর্টস অ্যাওয়ার্ড পান।

গত বছর ক্রীড়া জগতে অসাধারণ পারফরম্যান্সের জন্য মোট ছয়টি ক্যাটাগরিতে এ পুরস্কার দেওয়া হয়। এসব ক্যাটাগরির মধ্যে স্পোর্টসম্যান, স্পোর্টসওমেন, টিম, ব্রেকথ্রো, কামব্যাক, অ্যাকশন ও স্পোর্টিং মোমেন্ট রয়েছে।

দ্য ইয়ওয়া ফুটবল গার্লস টিম নামে ভারতীয় একটি মেয়েদের দল ফুটবল ভিত্তিক চ্যারিটি কার্যক্রমের জন্য গুড ফর স্প্রিট অ্যাওয়ার্ড অর্জন করে।




রাইজিংবিডি/ঢাকা/১৯ ফেব্রুয়ারি ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়