ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ১১ মার্চ ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা লাঞ্ছিত

নিজস্ব প্রতিবেদক : ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান ব্রিফিং শেষে রোকেয়া হল থেকে বের হওয়ার পথে লাঞ্ছিত হয়েছেন।

সোমবার রোকেয়া হলের একটি কক্ষ থেকে ব্যালট বাক্স উদ্ধার করা হয়। পরে ওই ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করে চিফ রিটার্নিং কর্মকর্তা ব্রিফ শেষ করে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা যায়, চিফ রিটার্নিং কর্মকর্তা ব্রিফিং শেষ করে বের হওয়ার পথে হলের ছাত্রীরা চিৎকার করে মাহফুজুর রহমানকে উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। পরে সেখান থেকে মাহফুজুর কলাভবনে এসে একটি কক্ষে আশ্রয় নেন।

ছাত্রলীগ ছাড়া অন্য সকল ছাত্র সংগঠন নির্বাচন বর্জন করেছে। দুপুরের দিকে মধুর ক্যান্টিনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে নির্বাচন প্রত্যাখানের ঘোষণা দেওয়া হয়। এদিকে দুপুর দেড়টার দিকে সংবাদ সম্মেলন করে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল।



রাইজিংবিডি/ঢাকা/১১ মার্চ ২০১৯/ইয়ামিন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়