ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ৫

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৩, ১৮ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন, দগ্ধ ৫

দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বাস (ছবি : হাসান রাজীব)

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়ায় একটি যাত্রীবাহী বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধ সমর্থনকারীরা।

 

রোববার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে। একই পরিবারের তিনজনসহ দগ্ধ হয়েছেন পাঁচজন যাত্রী।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া মোড়ে সমবায় মার্কেটের সামনে ঢাকা থেকে আসা বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় অবরোধ সমর্থনকারীরা।

 

এ সময় আজিম গাজী নামের এক যুবককে জনতা আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনাস্থল থেকে পুলিশ দুই বোতল পেট্রোল ও বেশ কিছু পরিমাণ জ্বালানি কাঠ উদ্ধার করেছে। খবর পেয়ে মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, দগ্ধ হয়েছেন ডাক্তার সাইফুল ইসলাম (৩৮), তার স্ত্রী ডাক্তার শারমিন (৩২) ও তাদের ছেলে সাদির (৩)। এদের শরীরের বেশকিছু অংশ দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আটক হওয়া যুবক আজিম গাজীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৮ জানুয়ারি ২০১৫/হাসান উল রাকিব/রণজিৎ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়