ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বঙ্গবন্ধু গোল্ডকাপের সময়সূচি

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৮ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বঙ্গবন্ধু গোল্ডকাপের সময়সূচি

বঙ্গবন্ধু গোল্ডকাপের লোগো

ক্রীড়া প্রতিবেদক : ২৯ জানুয়ারি বাংলাদেশ ও মালয়েশিয়ার ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ৮ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ১৬ বছর পর আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপের।

 

এই টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। অন্যদিকে ‘বি’ গ্রুপে বাহরাইনের সঙ্গে রয়েছে থাইল্যান্ড ও সিঙ্গাপুর। ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। ‘এ’ গ্রুপ থেকে শীর্ষস্থানধারী দুটি দল ও ‘বি’ গ্রুপ থেকে দুটি দল সেমিফাইনালে খেলবে।

 

৫ ফেব্রুয়ারি সিলেট জেলা স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্স-আপ দল। ৬ ফেব্রুয়ারি দ্বিতীয় সেমিফাইনালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দল ও ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। ৮ ফেব্রুয়ারি ফাইনালে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় সেমিফাইনালে বিজয়ী দল।

 

রোববার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের সময়সূচি প্রকাশ করেছে। রাইজিংবিডির পাঠকদের জন্য বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সময়সূচি দেওয়া হলো :

 

গ্রুপ পর্ব :
তারিখ                  মুখোমুখি                       সময়                   ভেন্যু
২৯/০১/১৫        বাংলাদেশ-মালয়েশিয়া        বিকেল ৫টা        সিলেট জেলা স্টেডিয়াম
৩০/০১/১৫        সিঙ্গাপুর-থাইল্যান্ড             বিকেল ৫টা        সিলেট জেলা স্টেডিয়াম
৩১/০১/১৫        মালয়েশিয়া-শ্রীলঙ্কা            বিকেল ৫টা        সিলেট জেলা স্টেডিয়াম
০১/০২/১৫        বাহরাইন-সিঙ্গাপুল             বিকেল ৫টা        বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
০২/০২/১৫        বাংলাদেশ-শ্রীলঙ্কা             বিকেল ৫টা        বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
০৩/০২/১৫        থাইল্যান্ড-বাহরাইন           বিকেল ৫টা        বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

 

সেমিফাইনাল :
            তারিখ                                     সময়                    ভেন্যু
০৫/০২/১৫ (প্রথম সেমিফাইনাল)           বিকেল ৫টা            সিলেট জেলা স্টেডিয়াম
০৬/০২/১৫ (দ্বিতীয় সেমিফাইনাল)          বিকেল ৫টা            বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

 

ফাইনাল
তারিখ                 সময়                     ভেন্যু
০৮/০২/১৫        বিকেল ৫টা        বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

 

 


রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৫/আমিনুল/নেছার

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়