ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলি সীমান্তে তিন বাংলাদেশি আটক

হালিম আল রাজী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ১৬ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিলি সীমান্তে তিন বাংলাদেশি আটক

হাতকড়া

হিলি প্রতিনিধি : অবৈধপথে ভারতে যাওয়ার চেষ্টাকালে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশন এলাকা থেকে তিন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

সোমবার বিকেল ৫ টায় সীমান্ত থেকে ওই তিন যুবককে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কাজিপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ শামিম (২৪), একই এলাকার দেওড়পাড়া গ্রামের শামসুল আলমের ছেলে রুবেল (১৯) এবং ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউঠা গ্রামের ফারুকের ছেলে আল আমিন (২০)।

 

বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, বিকেলে হিলি সীমান্তের রেলওয়ে স্টেশনের কামালগেট নামক সীমান্ত এলাকা দিয়ে ওই তিন যুবক বাংলাদেশি সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করছিল।

 

এ সময় পোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের হাকিমপুর থানায় সোপর্দ করে বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে বলে তিনি জানিয়েছেন।

 

 

রাইজিংবিডি/হিলি/১৬ মার্চ ২০১৫/হালিম আল রাজী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়