ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

২০১৭ যেমন যাবে মেষ রাশির জাতক-জাতিকার

ফজলে আজিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৫২, ১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
২০১৭ যেমন যাবে মেষ রাশির জাতক-জাতিকার

মেষ রাশির (২১ মার্চ-২০ এপ্রিল) জাতক/জাতিকারা সাধারণত কর্মঠ ‌ও বুদ্ধিমান হয়ে থাকেন। পরিকল্পনা ও নেতৃত্বের অসাধারণ গুণ তাদের মধ্যে রয়েছে। এরা যেকোনো ঘটনায় প্রতিবাদ করতে জানেন। নিজের ও অন্যের অধিকার আদায়ে এরা সচেষ্ট। এরা যথেষ্ট আত্মবিশ্বাস ও কর্মশক্তির অধিকারী। জীবনের যেকোনো সময়ে সাহসী সিদ্ধান্ত নিতে জানেন। অসাধারণ নেতৃত্বের গুণাবলীর জন্যে এরা অন্যের প্রিয় হন। তবে কর্তৃত্বপরায়নার ফলে অনেকেই এদেরকে ভুল বোঝেন।

 

অধিপতি গ্রহ : মঙ্গল

শুভ রত্ন : রক্তপ্রবাল, রুবি, গার্নেট

শুভ রঙ : লাল, হলুদ, সোনালী

শুভ সংখ্যা : ১,২,৩,৪,৫,৮,৯

শুভবার : মঙ্গলবার, শুক্রবার ও শনিবার

 

চলুন জেনে নেওয়া যাক কেমন যেতে পারে আপনার ২০১৭ সাল

নতুন বছরটি আপনার জন্যে আত্মজয়ের বছর। নিজেকে নতুনভাবে উপলব্দি করবেন আপনি। নানারকম সম্ভাবনা কাজে লাগানোর সুযোগ পাবেন।

 

কর্মক্ষেত্রে আপনাকে বেশ কিছু চ্যালেঞ্জিং সময় পার করতে হতে পারে। কর্মক্ষেত্রে দায়দায়িত্ব বাড়বে। আপনি নিজেকে এগিয়ে নেওয়ার সুযোগ পাবেন। অবিবাহিতদের কারো কারো বিয়ের কথাবার্তা চূড়ান্ত হতে পারে। ব্যবসায়ীদের জন্য বছরটি হবে শুভ সম্ভাবনাময়। বিভিন্ন বিষয়ে চুক্তি হতে পারে। উত্তরাধিকারসূত্রে পাওনা সম্পত্তি নিয়ে সাময়িক সমস্যা মোকাবেলা করতে হতে পারে।

 

প্রবাসীদের ক্ষেত্রে বছরটিতে নানারকম চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে। চোখ কান খোলা রাখুন। সুযোগ সবসময় দরজায় আস্তে করে টোকা দেয়। ধৈর্য ধরুন, কাজে লেগে থাকুন। সাফল্য পাবেন।

 

এ বছর আপনাকে আইনগত বিষয়ে সতর্ক থাকার প্রয়োজন হতে পারে। কোনো খবরে শোকগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। পেশাগত কাজে পদস্থদের সঙ্গে সাময়িকভাবে সম্পর্ক ভালো নাও যেতে পারে। কারো কারো ক্ষেত্রে পেশা পরিবর্তনের কিংবা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। চাকুরিপ্রার্থীদের চাকুরিলাভ ও প্রত্যাশা পূরণের সম্ভাবনা রয়েছে। কোনো ধরনের শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না। যাদের পানশালায় যাওয়ার অভ্যাস আছে তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতার প্রয়োজন আছে।

 

ঠিকাদারি ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্তদের জন্য বছরটি বেশ অনুকূল থাকতে পারে। আয় উপার্জন বৃদ্ধি পেতে পারে।

 

লেখক : অ্যাস্ট্রলজার অ্যান্ড সাইকিক কনসালটেন্ট। কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ অ্যাস্ট্রলজার্স সোসাইটি, ঢাকা। ইমেইল: [email protected]

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ জানুয়ারি ২০১৭/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়