ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডজন মামলার আসামি নিহত

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৩৫, ১৩ অক্টোবর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নারায়ণগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ২ ডজন মামলার আসামি নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : জেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মনিরুজ্জামান শাহীন ওরফে বন্দুক শাহীন নিহত হয়েছেন।

শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের গলাচিপা এলাকায় বন্দুক শাহীনের আস্তানায় এ ঘটনা ঘটে।

শাহীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুই ডজনের বেশি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, রাতে শহরের গলাচিপা এলাকায় বন্দুক শাহীনের আস্তানায় অভিযান চালানো হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহীনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।



রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/১৩ অক্টোবর ২০১৭/হাসান উল রাকিব/উজ্জল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়