ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ওয়াশিংটন এখনো পুরোনো সংলাপ উচ্চারণ করছে : উত্তর কোরিয়া

শাহেদ হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:২৮, ১০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ওয়াশিংটন এখনো পুরোনো সংলাপ উচ্চারণ করছে : উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : পরমাণু নিরস্ত্রীকরণে সদিচ্ছা থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের আহ্বানের তীব্র সমালোচনা করেছে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার অভিযোগ, ওয়াশিংটন এখনো ‘পুরোনো সংলাপ উচ্চারণ করছে।’

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ করেছে, একটি পরীক্ষাকেন্দ্র ধ্বংস করেছে এবং ১৯৫০-৫৩ সালে কোরীয় যুদ্ধে নিহত কিছু মার্কিন সেনার দেহাবশেষও ফেরত দিয়েছে। এরপরও ওয়াশিংটন এরপরও ‘আগে নিরস্ত্রীকরণের’ ব্যাপারে চাপ প্রয়োগ করছে এবং ‘আমাদের প্রত্যাশার জবাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও চাপ উস্কে দিচ্ছে।’

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে,‘যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত সংলাপ সহযোগীর মৌলিক কাঠামোকে অস্বীকার করব এবং পুরোনো সংলাপ আকড়ে ধরে রাখবে, যার কারণে প্রাক্তন সব প্রশাসন ধরে রেখেছিল এবং ব্যর্থ হয়েছে, ততক্ষণ নিরস্ত্রীকরণসহ ডিপিআরকে-যুক্তরাষ্ট্রের যৌথ ঘোষণা বাস্তবায়নের আশা কেউ করতে পারে না।’

উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএতে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, গত ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিংম জং উনের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো এখনো বাস্তবায়নের আশা রাখে পিয়ংইয়ং।



রাইজিংবিডি/ঢাকা/১০ আগস্ট ২০১৮/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়