ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কবরস্থানে বেঁচে উঠলো নবজাতক

মনিরুল ইসলাম টিটো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১০, ২২ সেপ্টেম্বর ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কবরস্থানে বেঁচে উঠলো নবজাতক

নবজাতককে দাফনের জন্য খুড়ে রাখা কবর

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে মৃত ঘোষণার ৬ ঘণ্টা পর দাফনের সময় কান্না ও নড়াচড়া করে ওঠে এক নবজাতক। ওই নবজাতক বর্তমানে ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে চিকিৎসাধীন।

 

জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কমলাপুর এলাকার বাসিন্দা নাজনীন আক্তার পপিকে অসুস্থ অবস্থায় ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে নিয়ে আসেন তার শ্বশুর মো. আবুল কালাম মিয়া। এ সময় হাসপাতালের অপারেশন থিয়েটারে অন্য রোগীর সিজার করছিলেন ডা. রিজিয়া আলম। পরে স্বাভাবিকভাবে কন্যা সন্তানের জন্ম দেন পপি। এ সময় ডা. রিজিয়া আলম নবজাতককে মৃত ঘোষণা করেন।

 

মো. আবুল কালাম মিয়া বলেন, ‘বুধবার রাত ৩টার দিকে নবজাতককে শহরের আলীপুর কবরস্থানে দাফন করার জন্য নিয়ে গেলে তাকে সকালে দাফন করা হবে বলে জানিয়ে দেন মাওলানা হাজী আব্দুর রব। পরে নবজাতককে কার্টনে মোড়ানো অবস্থায় রেখে চলে আসি। বৃহস্পতিবার সকালে কবর দিতে গেলে মাওলানা নবজাতকটির মাথা কোন দিকে তা নিশ্চিত করতে কার্টন খুললে নবজাতকটি কান্না ও নড়েচড়ে ওঠে।’

 

এ প্রসঙ্গে ডা. রিজিয়া আলম বলেন, ‘স্বাভাবিকভাবে বাচ্চা প্রসব হয়। বাচ্চার পালস ও রেসপন্স না পাওয়ায় মৃত বিবেচনায় বাচ্চাটিকে স্বজনদের কাছে দিয়ে দেওয়া হয়।’

 

তবে ওই হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য শওকত আলী জাহিদ বলেন, ‘এটি একটি অলৌকিক ঘটনা।’

 

হাসপাতালের পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সালাউদ্দিন ফরিদ বলেন, ‘এ ঘটনায় কোন স্টাফের কর্তব্যে অবহেলার প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ’

 

 

রাইজিংবিডি/ফরিদপুর/২২ সেপ্টেম্বর ২০১৬/মনিরুল ইসলাম টিটো/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়