ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বিজিবি-শ্রমিক সংঘর্ষে মাঠে তদন্ত দল

হোসাইন আহমদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৮ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবি-শ্রমিক সংঘর্ষে মাঠে তদন্ত দল

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি ও পরিবহন শ্রমিক সংঘর্ষে ক্ষতি নিরূপণে মাঠে নেমেছে জেলা প্রশাসনের তদন্ত দল।

 

একই সঙ্গে মাঠে কাজ করছে বিজিবি রিজিওন পর্যায়ের ৫ সদস্যবিশিষ্ট একটি উচ্চ পর্যায়ের তদন্তকারী দল।

 

জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত দলের প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ফারুক আহমদ জানান, প্রথমে তারা ভাঙচুর করা গাড়ির সংখ্যা শনাক্ত এবং ক্ষতি নিরূপণের কাজ করছেন এবং পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, পর্যটক, পথচারী ও অনান্য ক্ষতির বিষয়গুলোও তারা নিরূপণ করে একটি ভালো রিপোর্ট জমা দেবেন।

 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ স্ট্যান্ড এলাকায় বিজিবি চালকের সঙ্গে এক পরিবহন শ্রমিকের কথা কাটাকাটির জের ধরে বিজিবি সদস্য ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়।

 

এতে শতাধিক গাড়ি ও বেশ কিছু দোকানপাট ভাঙচুর  করা হয়। আহত হন ৩০ জন।

 

এর প্রতিবাদে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে দুদিন শুক্রবার ও শনিবার পরিবহন ধর্মঘট পালন করে ব্যবসায়ী ও পরিবহন শ্রমিক ইউনিয়ন। পরে ক্ষতিপূরণের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

 

 

রাইজিংবিডি/মৌলভীবাজার/৮ জানুয়ারি ২০১৭/হোসাইন আহমদ/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়