ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

শ্রীমঙ্গলে চা বাগানের হাসপাতাল চালুর সুপারিশ

এম এ রহমান মাসুম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ১১ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শ্রীমঙ্গলে চা বাগানের হাসপাতাল চালুর সুপারিশ

সংসদ প্রতিবেদক : শ্রীমঙ্গলের চা বাগানের হাসপাতাল পুনরায় চালু এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার রাজধানীর জাতীয় সংসদ ভবনে কমিটির ২৬তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বেসরকারি এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান, চা বাগানের হাসপাতাল পুনরায় চালু, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় স্থাপন, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, খাদ্য বিতরণ কর্মসূচির আওতায় উপকারভোগীর সংখ্যা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেন। উপস্থিত ছিলেন কমিটির সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আয়েশা ফেরদাউস, মো. আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/১১ জানুয়ারি ২০১৭/এম এ রহমান/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়