ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নজরদারিতে সব জঙ্গি সংগঠন : র‌্যাব ডিজি

আহমদ নূর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৩, ১২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নজরদারিতে সব জঙ্গি সংগঠন : র‌্যাব ডিজি

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ

নিজস্ব প্রতিবেদক : নাশকতা এড়াতে নতুন ও পুরনোসহ সব জঙ্গি সংগঠনগুলোর ওপর আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি রয়েছে বলে জানিয়েছে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইংরেজি দৈনিক ‘নিউ এজে’র ফটোসাংবাদিক আলী হোসেন মিন্টুর চার দিনব্যাপী 'মহাজোট সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জঙ্গি নির্মূলে জিরো টলারেন্স' শীর্ষক একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন তিনি।

র‌্যাব প্রধান বলেন, হলি আর্টিজান-পরবর্তী যে ‘অপারেশনগুলো’ হয়েছে সেগুলো মূলত নব্য জেএমবিকেন্দ্রিক। তাদের ক্ষমতা বহুলাংশে কমে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর টানা অপারেশনে এই গ্রুপটা ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। তবে যারা বাইরে আছে তারা পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের পাশাপাশি পুরনো জেএমবিসহ অন্য জঙ্গি সংগঠনগুলোকে নজরদারিতে রাখা হয়েছে যেন তারা নতুন কোনো নাশকতা ঘটাতে না পারে।

পুরনো জেএমবির নতুন করে সংগঠিত হওয়ার আশঙ্কা আছে কিনা এ বিষয়ে র্যারব ডিজির কাছে জানতে চাইলে বলেন, নব্য জেএমবি ও মূলধারার জেএমবির মধ্যে আদর্শিক দ্বন্দ্ব আছে। তারা ’১২ সালে প্রথম বিভক্ত হয়। বিভক্তদের মধ্য থেকে ’১৫ সালে আরো কয়েক ভাগ হয়। এদের মধ্য থেকে কেউ কেউ সম্প্রতিকালের নাশকতাগুলো ঘটিয়েছে। তাদের সবাইকে আমাদের নজরদারিতে রাখা হয়েছে।

জঙ্গিবাদের অর্থদাতা প্রসঙ্গে তিনি বলেন, ইতিমধ্যে অনেক অর্থদাতাকে গ্রেপ্তার করা হয়েছে, অনেককে চিহ্নিত করা হয়েছে। অনেক অর্থ উদ্ধার করা হয়েছে। অর্থদাতা ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্বদেশি-বিদেশি হোক প্রমাণসাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফটোসাংবাদিক আলী হোসেন মিন্টু, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমন প্রমুখ।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১২ জানুয়ারি ২০১৭/আহমদ নূর/মুশফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়