ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

সাজাভোগ করে দেশে ফিরল ১৭ বাংলাদেশি

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৫, ২২ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাজাভোগ করে দেশে ফিরল ১৭ বাংলাদেশি

ভারত থেকে ফেরত আসা কয়েকজন

নিজস্ব প্রতিবেদক, সিলেট : ভারতে বিভিন্ন অপরাধে সাজাভোগ শেষে ১৭ বাংলাদেশি দেশে ফেরত এসেছেন।

রোববার দুপুরে সিলেটের জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাদেরকে ফেরত পাঠায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

জকিগঞ্জ ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মোশারফ হোসেন জানান, বিভিন্ন সময় ১৭ বাংলাদেশি ভারতে অনুপ্রবেশ করেছিলেন। সেদেশে ধরা পড়ে কারাভোগ করতে হয়েছে তাদের। কারাদণ্ডের মেয়াদ শেষ হওয়ায় বিএসএফ তাদের ফেরত পাঠিয়েছে।

ফেরত আসা বাংলাদেশিরা হচ্ছেন- জকিগঞ্জের বড়পাথর গ্রামের হাসন আলীর ছেলে সামছু উদ্দিন (৩৪), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইনাইনগর গ্রামের মতছিম আলীর ছেলে রফিক উদ্দিন (৫০), জুবারতল গ্রামের ফয়জুর রহমানের ছেলে আব্দুল জব্বার পাখি (৩৫), ডেমাই গ্রামের ইছহাক আলীর ছেলে আব্দুর রহিম (৩৮), বাচাকেছরীগুল গ্রামের আব্দুন নুরের ছেলে রিয়াজ উদ্দিন (৪৪), হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনাড়ু গ্রামের রবিন্দ্র দাসের ছেলে রাহুল দাস (৩০), বেগমগঞ্জের আকতারামপুর গ্রামের কালা মিয়ার ছেলে করিম উসমান (৬০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে ইসহাক আলী (৩৫), চাঁদপুর জেলার মতলব উপজেলার সারদাইকাউ গ্রামের সালু মোল্লার ছেলে বাবুল মোল্লা (৪০), নরসিংদীর রায়পুর উপজেলার পলাশতুলি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে চাঁন মিয়া (৩৫), কুমিল্লার বাঞ্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের আখলিছ মিয়ার ছেলে আনিছুর রহমান (৪০), ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগণ গ্রামের শুক্কুর আলীর ছেলে শাহজাহান (৩৮), সুনামগঞ্জের শাল্লা উপজেলার আনন্দপুর গ্রামের জিতেন্দ্র দাসের মেয়ে মৌ দাস (২০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া পাড়া গ্রামের দেওনারায়ণ গোলার স্ত্রী প্রভাবতী গোয়ালা (৭০), বানিয়চাং উপজেলার জাতিকামাপাড়ার সুতাজ উল্লাহর ছেলে তাপুর মিয়া (৪০), গোপালগঞ্জের গোয়াইদারী গ্রামের সামছুল হোসাইন কাজীর ছেলে সোহাগ হোসেন কাজী (৩০) ও মৌলভীবাজারের বুধাইহাল গ্রামের আসাদ আলীর ছেলে আব্দুল করিম (৩৭)।|

তবে ফেরত আসা কয়েকজনের অভিযোগ, অনেকেই সাজা শেষ হলেও অতিরিক্ত সময় কারাগারে বন্দি থাকতে হয়েছে।

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগণ গ্রামের শুক্কুর আলীর ছেলে শাহজাহান জানান, ভারতীয় আদালত তাকে দুই মাসের সাজা দিয়েছিলেন। করিমগঞ্জ সেন্ট্রাল জেলে সেসাজা ভোগ করে আরো দুই বছর থাকতে হয়েছে তাকে।



রাইজিংবিডি/সিলেট/২২ জানুয়ারি ২০১৭/কামাল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়