ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে, যান চলাচল বন্ধ

ভেঙে যাওয়া বেইলি ব্রিজ

মাগুরা প্রতিনিধি : যশোর-মাগুরা মহাসড়কের সীমাখালী এলাকায় সোমবার সকালে বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই তিনটি ট্রাক চিত্রা নদীতে পড়ে গেছে।

এ সময় ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন আহত হয়েছেন। তাদের যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে খাদ্যবোঝাই তিনটি ট্রাক বেইলি ব্রিজ পার হচ্ছিল। এ সময় ব্রিজটি ভেঙে ট্রাক তিনটি নদীতে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় মাগুরা, যশোর, নড়াইল খুলনা, ঢাকা, বরিশালসহ ১০টি রুটে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মহাসড়কের দুই পাশে শত শত গাড়ি আটকা পড়েছে।

শালিখার ইউএনও সুমি মজুমদার জানান, ১০ টন ধারণক্ষমতাসম্পন্ন সেতুটিতে ১৫ থেকে ২০ টন ওজনের মালবোঝাই ট্রাক চলাচল করায় এটি ভেঙে পড়েছে।

 

 

রাইজিংবিডি/মাগুরা/১৩ ফেব্রুয়ারি ২০১৭/আনোয়ার হোসেন শাহীন/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়