ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মানিকগঞ্জে হত্যা মামলায় একজনের ফাঁসি

মানিকগঞ্জ প্রতিনিধি : জেলার সদর উপজেলার কাফাটিয়া গ্রামে কৃষক আয়নাল হোসেন (৪৮) হত্যা মামলায় নুরুল ইসলাম নামে একজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবির আসামির অনুপস্থিতিতে এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম (২৫) কাফাটিয়া গ্রামের হযরত আলীর ছেলে। এদিকে এই মামলার অপর চার আসামির তিন জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। একজনের স্বাভাবিক মৃত্যু হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, কাফাটিয়া গ্রামে বাড়ির সীমানা বিরোধের জেরে ২০০৮ সালের ৩ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে নুরুল ইসলামসহ আরো কয়েকজন প্রতিবেশী আয়নালকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় ঘটনাস্থলে আয়নাল মারা যায়। ওইদিনই আয়নালের বাবা কফিল উদ্দিন বাদী হয়ে নুরুল ইসলাম, আক্কাস আলী, হযরত আলী, সামছুদ্দিন ও বিমলা খাতুনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করে।

সদর থানা পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। সাক্ষ্য প্রমাণে নুরুল ইসলামের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির আদেশ দেন। অপর চার আসামির মধ্যে আক্কাস আলী ইতিমধ্যে মারা যান। অপর তিন আসামির বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মথুরনাথ সরকার ও আসামি পক্ষে অ্যাডভোকেট আনোয়ার হোসেন মামলা পরিচালনা করেন।



রাইজিংবিডি/ মানিকগঞ্জ/ ১৯ ফেব্রুয়ারি ২০১৭/ আশরাফুল আলম লিটন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়