ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

শুভেচ্ছা সফর শেষে সিজিএস তাজউদ্দীন চট্টগ্রামে

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুভেচ্ছা সফর শেষে সিজিএস তাজউদ্দীন চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ভারতে ১৮ দিনের শুভেচ্ছা সফর শেষে চট্টগ্রামে প্রত্যাবর্তন করেছে কোস্ট গার্ডের জাহাজ সিজিএস তাজউদ্দীন।

রোববার দুপুর ২টায় এই জাহাজ চট্টগ্রামের পতেঙ্গা ১৫ নম্বর কোস্ট গার্ড জেটিতে নোঙর করে।

কোস্ট গার্ড পূর্ব জোনের জনসংযোগ কর্মকর্তা লে. কমান্ডার ওমর ফারুক বিএন জানান, ভারতীয় কোস্ট গার্ডের ৪০তম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ কোস্ট গার্ড জাহাজ সিজিএস তাজউদ্দীন গত ৩১ জানুয়ারি শুভেচ্ছা সফরে ভারতের উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করে। ভারতের রিজিওনাল কো-অপারেশন ফর সেফ অ্যান্ড সিকিউর সি কর্মসূচিতে অংশগ্রহণ করে সিজিএস তাজউদ্দীন। কর্মসূচি শেষ করে রোববার জাহাজটি চট্টগ্রাম পৌঁছালে কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম জাহাজকে স্বাগত জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন পূর্ব জোনের অধিনায়ক কমান্ডার এস এম মঈন উদ্দিন।

এই সফরে বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ড তথা দুদেশের সার্বিক পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করবে বলে জানান কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনায়ক ক্যাপ্টেন শহীদুল ইসলাম।



রাইজিংবিডি/চট্টগ্রাম/১৯ ফেব্রুয়ারি ২০১৭/রেজাউল করিম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়