ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

অবশেষে মারা গেলেন গৃহবধূ লাভলী

জে.খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫২, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে মারা গেলেন গৃহবধূ লাভলী

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর, শাশুড়ির নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিষপানে গুরুতর অসুস্থ লাভলী বেগম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার বিকেল চারটায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই গৃহবধূ মারা যান।

লাভলী পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আমরিবাড়ীয়া গ্রামের বাবুল মৃধার মেয়ে এবং স্বামী পলাশ প্যাদার বাড়ি একই গ্রামে।

পরিবারের বরাত দিয়ে হাসপাতালের চিকিৎসক ডা. সুবদ বাড়ৈ জানান, গত দুই দিন আগে বিষপান অবস্থায় লাভলীকে ভর্তি করা হয় । নির্যাতন আর বিষপান করায় গুরুতর অসুস্থ ছিলেন তিনি।

নিহত লাভলীর মা নাজমা বেগম জানান, চার বছর আগে গ্রামের কালাম প্যাদার ছেলে ও ভাড়ায়চলিত মোটরসাইকেল চালক পলাশ প্যাদার সঙ্গে লাভলীর বিয়ে দেওয়া হয়। বিয়ের পর থেকেই পলাশ প্যাদা মোটরসাইকেল চালানো ছেড়ে দিয়ে যৌতুকের জন্য লাভলীর ওপর অত্যাচার-নির্যাতন চালায়।

সবশেষ গত মঙ্গলবার রাতে লাভলীকে স্বামী পলাশ, শ্বশুর কালাম প্যাদা ও শাশুড়ি মারধর করে। এরই প্রেক্ষিতে লাভলী বিষপান করে।

বিষপানে লাভলী গুরুতর অসুস্থ হয়ে পড়লেও ওকে ডাক্তারের কাছে না নিয়ে দুই দিন ঘরে আটকে রাখা হয়। অবশেষে প্রতিবেশীদের কাছে সংবাদ পেয়ে শুক্রবার উদ্ধার করে লাভলীকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার বিকেল চারটায় মারা যান।



রাইজিংবিডি/বরিশাল/১৯ ফেব্রুয়ারি ২০১৭/জে. খান স্বপন/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়