ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

কষ্টি পাথরের ৩ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

নজরুল মৃধা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৯ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কষ্টি পাথরের ৩ মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, রংপুর : দিনাজপুরে র‌্যাব অভিযান চালিয়ে তিনটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে র‌্যাব-১৩ এর সদস্যরা অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করে এবং পাচারকারী চারজনকে আটক করে। উদ্ধার করা তিনটি মূর্তির মধ্যে একটি বিষ্ণু এবং অন্য দুইটি লক্ষ্মী দেবির মূর্তি। র‌্যাব জানিয়েছে, প্রায় ১৯ কেজি ওজনের তিনটি মূর্তির দাম ১ কোটি ৫৫ লাখ টাকা।

ক্যাম্পের সহকারী পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মূর্তি কেনা-বেচা এবং পাচারকারী চক্রের সন্ধান পেয়ে ভড়রা গ্রামে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই এলাকার জহুরুল হকের ঘরে তল্লাশি করে বস্তায় কষ্টি পাথরের একটি বিষ্ণু এবং দুইটি লক্ষ্মী দেবির দুইটি মূর্তি উদ্ধার করা হয়।

তিনি জানান, এ সময় জহুরুল হকসহ চক্রের সঙ্গে জড়িত সন্দেহে গোপালপুর গ্রামের নজরুল ইসলাম, রতন্দা গ্রামের বাসিন্দা বাবুল চন্দ্র দাস ও তার ছেলে কান্ত চন্দ্র দাসকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।



রাইজিংবিডি/রংপুর/১৯ ফেব্রুয়ারি ২০১৭/নজরুল মৃধা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়