ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

অবশেষে ছেড়ে দেওয়া হলো সেই তিন যুবককে

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৬, ২০ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অবশেষে ছেড়ে দেওয়া হলো সেই তিন যুবককে

মাগুরা প্রতিনিধি : গরুচোর সন্দেহে  চার দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ ওঠার পর অবশেষে ছেড়ে দেওয়া হয়েছে তাদের।

সোমবার বিকেলে  ওই তিন যুবককে ছেড়ে দেওয়া হয়।

মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান রবিউলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি  কালিশংকরপুর বাজারের ব্যক্তিগত কার্যালয়ের একটি কক্ষে চার দিন ধরে ওই তিন যুবককে আটকে রাখেন। তাদের দড়ি দিয়ে বেঁধে মারধরসহ নির্যাতন করা হচ্ছিল।

গতকাল রোববার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কমে ‘তিন যুবককে চার দিন ধরে নির্যাতনের অভিযোগ’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বিষয়টি  নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

পরে আজ বিকেলে কালিশংকরপুর বাজারে অবস্থিত চেয়ারম্যান রবিউল ইসলামের কার্যালয়ে আটকে রাখা উপজেলার জোঁকা গ্রামের আবদুল্লাহ, রোনগর গ্রামের লুৎফরসহ তিন যুবককে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রবিউল ইসলাম আটকে রাখা তিন যুবককে ছেড়ে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

আটক যুবকরা চোর হলে পুলিশে দিলেন না কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিকভাবে বিষয়টি সমাধান করা হয়েছে।

মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আটক যুবকদের ছেড়ে দিয়েছেন বলে তাকে জানিয়েছেন চেয়ারম্যান।



রাইজিংবিডি/মাগুরা/ ২০ ফেব্রুয়ারি ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/রুহুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়