ঢাকা     মঙ্গলবার   ১৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৩ ১৪৩১

চুয়াডাঙ্গায় ৮০ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

এম এ মামুন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ২১ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চুয়াডাঙ্গায় ৮০ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের উদ্যোগে ৮০ জন মাদক ব্যবসায়ী তাদের পরিচয় গোপন রাখার শর্তে আত্মসমর্পণ করেছেন। 

আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ পার্কে আনুষ্ঠানিকভাবে মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তোজাম্মেল হক জানান, চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসন দীর্ঘ দিন মাদক ব্যবসায়ীদের আত্মসর্মপণ করার বিষয়টি নিয়ে আলোচনা করে আসছিল। এ বিষয়ে মাদক ব্যবসায়ীরা পুলিশের কাছে শর্ত দেয় তাদের পরিচয় গোপন রাখলে তারা আত্মসমর্পণ করবে। পুলিশ তাদের এ শর্ত মেনে নেয়।

তিনি জানান, জেলার তালিকাভুক্ত দেড় শত মাদক ব্যবসায়ী পর্যায়ক্রমে পুলিশের কাছে আত্মসমর্পণ করার প্রতিশ্রুতি দেয়। এর ধারাবাহিকতায় প্রথম পর্বে ৮০ জন আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার বেলায়েত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

 

 

রাইজিংবিডি/চুয়াডাঙ্গা/২১ ফেব্রুয়ারি ২০১৭/এম এ মামুন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়