ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জুটমিল মালিক ও চার ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫০, ২২ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জুটমিল মালিক ও চার ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, খুলনা : সোনালী ব্যাংক, খুলনা কর্পোরেট শাখার প্রায় ১২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী জুটমিলের মালিক ও চার ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে দুদক মামলা দায়ের করেছে।

দুদক, খুলনার উপসহকারী পরিচালক মো. মোশারফ হোসেন বাদী হয়ে বুধবার দুপুরে খানজাহান আলী থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন- সোনালী জুটমিলের চেয়ারম্যান এস এম ইমদাদুল হোসেন বুলবুল, সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ডিজিএম নেপাল চন্দ্র সাহা, অ্যাসিসটেন্ট অফিসার কাজী হাবিবুর রহমান, প্রিন্সিপ্যাল অফিসার শেখ তৈয়ুবুর রহমান এবং প্রাক্তন ডিজিএম সমীর কুমার দেবনাথ।

মামলার বিবরণে বলা হয়, ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সোনালী জুটমিল কর্তৃপক্ষ প্রথম দফায় ৪৮ কোটি ৫৬ লাখ, দ্বিতীয় দফায় ১৫ কোটি টাকা, তৃতীয় দফায় ৮ কোটি ৪৯ লাখ, পরবর্তীতে ৩ কোটি ৭৬ লাখ ও ৯ কোটি ৯৯ লাখ টাকা আত্মসাৎ করেছেন। মামলা দায়ের পর্যন্ত সুদে ও আসলে ১২৬ কোটি ৮২ লাখ ৯৩ হাজার ২৮২ টাকা আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

মামলায় বলা হয়েছে,  ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর মিলের গুদাম পরিদর্শনকালে মালামাল পাওয়া যায়নি। এ মিলের উৎপাদন বন্ধ রয়েছে। অদূর ভবিষ্যতে মিল চালু হওয়ার কোনো সম্ভাবনা নেই।



রাইজিংবিডি/খুলনা/২২ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়