ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

খুলনায় বিদেশি পাখির প্রদর্শনী

মুহাম্মদ নূরুজ্জামান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
খুলনায় বিদেশি পাখির প্রদর্শনী

প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির পাখি

নিজস্ব প্রতিবেদক, খুলনা : ‘দেশি পাখি মারব না, প্রকৃতি ধ্বংস করব না’, বনের পাখি বনে থাক, প্রকৃতির সৌন্দর্য শোভা পাক’ স্লোগানে খুলনায় প্রথম বারের মত পাখি প্রদর্শনী শুরু হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে দুই দিনব্যাপী পাখি প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, আমেরিকা এবং আফ্রিকার আমাজান অঞ্চলের ২৬ প্রজাতির পাখি স্থান পেয়েছে।

খুলনা এভিকালচার বার্ড ব্রিডার্স সোসাইটি এ প্রদর্শনীর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ মুন্না। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি ছিলেন কেসিসির মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি। বক্তৃতা করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, ফজলুল হক প্রমুখ।

 



প্রদর্শনীতে ম্যাকাউ, কাকাতোয়া, গ্রে প্যারোট, সান কনুর, লরিকেট, রোজিলা, জেন্ড এ কনুর, পাইনঅ্যাপেল কনুর, র‌্যাম্প, টার্কোজিয়ান, সাদা টিয়া পাখি, হলুদ টিয়া পাখি, বদরিকা, জাভা, ফিন্স, গোল্ডিয়ানা ফিন্স এবং অস্ট্রেলিয়ান বাজেরিগারসহ বিভিন্ন প্রজাতির পাখি স্থান পেয়েছে। দর্শকরা এ সব পাখি দেখে মুগ্ধ হচ্ছেন। প্রদর্শনীতে কোন পাখি বিক্রি করা হচ্ছে না।

সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ মুন্না বলেন, সম্পূর্ণ নিজেদের খরচে বিদেশি পাখির প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।



রাইজিংবিডি/খুলনা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/মুহাম্মদ নূরুজ্জামান/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়