ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ১৩ পুলিশসহ আহত ২৫

ইকবাল হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ১৩ পুলিশসহ আহত ২৫

আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নেওয়া হচ্ছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আজ শুক্রবার দুপুরে পুলিশ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে পুলিশের ১৩ সদস্য, কেন্দ্রীয় ছাত্রদল নেতাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

গুরুতর আহত পুলিশ সদস্যদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শামীম, ছাত্রদল নেতা ইউসুফসহ ১০ জনকে আটক করেছে।

কেন্দুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে কেন্দুয়া পৌর সদরে আলীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রদলের কর্মী সমাবেশের আয়োজন করে। সমাবেশ চলাকালে পুলিশ লাঠিচার্জ এবং ছাত্রদল কর্মীদের ধাওয়া দেয়। এ সময় কেন্দ্রীয় ছাত্রদল নেতা শরিফুল হাসান আরিফ, ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত মারুফুল হাসান রনীসহ কমপক্ষে ১২ জন আহত হয়। কেন্দ্রীয় ছাত্রদল নেতা আহত হওয়ায় ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্রদল নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয়। এতে পুলিশের এসআই সঞ্জয় সরকার, আল আমীন, আবদুল কাদের, ছামেদুল হক, আবুল বাশার, এএসআই হেলাল আহমেদ, পুলিশ সদস্য সুমন মিয়া, মিজানুর রহমান, মো. জাকির হোসেন, সোহেল রানা, আবুল খায়ের, মো. রকিবুল ইসলাম, আবদুল কুদ্দুস আহত হন। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, পূর্ব অনুমতি নিয়ে শান্তিপূর্ণভাবে উপজেলা ছাত্রদল কর্মী সমাবেশ করছিল। অতর্কিতভাবে পুলিশ এসে তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ শুরু করে। এতে তাদের অন্তত ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছে। পুলিশ ১০ নেতা-কর্মীকে আটক করেছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহত পুলিশ সদস্যদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।



রাইজিংবিডি/নেত্রকোনা/২৪ ফেব্রুয়ারি ২০১৭/ইকবাল হাসান/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়