ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ঝিনাইদহে পাচারকালে ৭ কিশোর উদ্ধার

রাজিব হাসান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঝিনাইদহে পাচারকালে ৭ কিশোর উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি : ভারতে পাচারের জন্য নিয়ে যাওয়ার সময় সাত কিশোরকে উদ্ধার করা হয়েছে। এ সময় এক পাচারকারীকে আটক করেছে সিআইডি পুলিশ।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্টান্ড এলাকা থেকে তাদেরকে উদ্ধার করা হয়।

বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তেঘরি গ্রাম থেকে তাদেরকে ভারতের তামিলনাড়ুতে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার তেঘরি গ্রাম থেকে সাত কিশোরকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের তামিলনাড়ু এলাকায় নিয়ে যাচ্ছিল পাচারকারীরা।

গোপন সূত্রে খবর পেয়ে ঝিনাইদহ সিআইডি পুলিশের একটি দল জেলা শহরের আরাপপুর বাসস্টান্ডে বেনাপোলগামী বিআরটিসি বাসে তল্লাশি চালিয়ে সাত কিশোরকে উদ্ধার করে। পরে তাদের সঙ্গে থাকা পাচারকারী আইয়ুব হোসেনকে আটক করা হয়। আটক আইয়ুব হোসেন বগুড়া জেলার বেথুলি গ্রামের আয়নাল হোসেনের ছেলে।

উদ্ধারকৃত শিশুরা হল- তেঘরি গ্রামের হাফিজুর (১৪), জহুরুল (১৪), মামুন (১৫), রনি আলী (১৮), রনি আহমেদ (১৪), আব্বাস আলী (১৪) ও রজব আলী (১৪)।



রাইজিংবিডি/ঝিনাইদহ/২৪ ফেব্রুয়ারি ২০১৭/রাজিব হাসান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়