ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নিউইয়র্কে খুন হওয়া জাকিরের লাশ দেশে

রফিকুল ইসলাম কামাল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৯, ২৬ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নিউইয়র্কে খুন হওয়া জাকিরের লাশ দেশে

নিজস্ব প্রতিবেদক, সিলেট : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাড়ির মালিকের ছুরিকাঘাতে খুন হওয়া আবাসন ব্যবসায়ী জাকির এ. খানের লাশ দেশে এসেছে।

রোববার বিকেল সাড়ে ৪টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পাঠানটিলা গ্রামের বাড়িতে এসে পৌঁছায় জাকিরের লাশ।

জাকির খানের চাচাতো ভাই আবদুল্লাহ আল মামুন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রোববার সকালে যুক্তরাষ্ট্র থেকে জাকিরের লাশ ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে। জাকিরের ভাই নিয়াজ খান লাশ নিয়ে দেশে আসেন। সেখান থেকে অ্যাম্বুলেন্সে লাশ বাড়িতে আনা হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসে ভাড়া বাড়ির সামনে খুন হন তিনি। ওই বাড়ির মালিক মিশরীয় বংশোদ্ভূত তাহা মাহরান ছুরিকাঘাত করেন জাকিরকে। তাহা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। জাকির দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।



রাইজিংবিডি/সিলেট/২৬ ফেব্রুয়ারি ২০১৭/কামাল/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়