ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুমিল্লায় পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুমিল্লায় পরিবহন ধর্মঘটে যাত্রীদের দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : সারা দেশের মতো কুমিল্লা জেলায় চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

মঙ্গলবার সকাল থেকে কুমিল্লার জেলার সহস্রাধিক বাস শ্রমিক ট্রার্মিনাল অবরোধ করে পরিবহন ধর্মঘট শুরু করে। ধর্মঘটের কারণে জেলার ২০টি সড়ক ও মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। কুমিল্লা নগরীর জাঙ্গালিয়া, শাসনগাছা ও চকবাজার টার্মিনাল থেকে বাস ছেড়ে যায়নি।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্র জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় এক বাসচালকের যাবজ্জীবন, এক ট্রাকচালকের ফাঁসির দণ্ডের প্রতিবাদে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারা দেশে পরিবহন ধর্মঘট চলছে। তারাও আন্দোলন করছেন।

কুমিল্লা জেলা বাস পরিবহন শ্রমিক আবদুর রশিদ ও মনির হোসেন বলেন, নিরীহ শ্রমিকের উপরে যে সাজা দিয়েছে, তা যদি প্রত্যাহার না করে তাহলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

দিলাল ইসলাম ও মো. কামাল হোসেন নামের দুই যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, পূর্ব ঘোষণা ছাড়া বাস পরিবহন শ্রমিকরা যে ধর্মঘটের ডাক দিয়েছে,  এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।



রাইজিংবিডি/কুমিল্লা/২৮ ফেব্রুয়ারি ২০১৭/মহিউদ্দিন মোল্লা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়