ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মণিপুরে ১৩০ দিনের অবরোধ প্রত্যাহার

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৪, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মণিপুরে ১৩০ দিনের অবরোধ প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের মণিপুর রাজ্যে ১৩০ দিনের অর্থনৈতিক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে ইউনাইটেড নাগা কাউন্সিল (ইউএনসি)।

এই অবরোধের কারণে রাজ্যজুড়ে সরবরাহ ব্যবস্থা বিপর্যয়ের মুখে পড়ে। রোববার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার করে ইউএনসি।

এনডিটিভি অনলাইনের এক খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

মণিপুর বিধানসভায় রোববার মুখ্যমন্ত্রীর পদে বীরেন সিংয়ের গ্রহণযোগ্যতা নিয়ে আস্থা ভোট হয়। এ ভোটে জয়ী হয়েছেন তিনি। এর পরই তিনি ইউএনসির অর্থনৈতিক অবরোধ প্রত্যাহারের বিষয়ে গুরুত্ব দেন।

বীরেন সিং বলেন, ‘ইউএনসিকে বুঝিয়ে অবরোধ প্রত্যাহারের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুতি পূরণ করেছি। এটি সুশাসনের শুভ সূচনা।’

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয় ইউএনসি। মণিপুরে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে অবরোধ প্রত্যাহারের ব্যবস্থা করা হবে।

মণিপুরে একটানা ১৫ বছর ধরে সরকারে ছিল কংগ্রেস। কংগ্রেসের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবির সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ডাকে ইউএনসি।

রাজ্য গভর্নর নাজমা হেপতুল্লা বিজেপির সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।




রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়