ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

কক্সবাজারে জঙ্গি সন্দেহে তিন রোহিঙ্গাসহ আটক ৬

সুজাউদ্দিন রুবেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১৯, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কক্সবাজারে জঙ্গি সন্দেহে তিন রোহিঙ্গাসহ আটক ৬

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে জঙ্গি সন্দেহে তিন রোহিঙ্গাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে শহরের কস্তুরাঘাটসংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা হলেন কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ-ব্লকের নুরুল আমিন (৩০) ও আই-ব্লকের মোহাম্মদ ইয়াছিন (৩৮) এবং কক্সবাজার সদরের লিংক রোড মুহুরীপাড়া এলাকার একটি মাদ্রাসায় কর্মরত রোহিঙ্গা নাগরিক হাফেজ আব্দুল আজিজ।

এদের সঙ্গে আটক বাংলাদেশিরা হলেন কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার নূর হোসেন, মোহাম্মদ ইলিয়াছ ও দিল মোহাম্মদ। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের ম্যানেজারকে থানায় আনা হয় এবং নিবন্ধন খাতাটি জব্দ করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. আশফারুজুল হক টুটুল বলেন, ‘শহরের আবাসিক হোটেল যমুনা গেস্ট হাউসে রোহিঙ্গা নাগরিকসহ সন্দেহজনক কয়েকজন ব্যক্তি অবস্থান করছিল। খবর পেয়ে রোববার রাতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে রোহিঙ্গা নাগরিকসহ ৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে তিনজন রোহিঙ্গা ও তিনজন বাংলাদেশি। তারা জঙ্গি তৎপরতায় জড়িত থাকতে পারে।'




রাইজিংবিডি/কক্সবাজার/২০ মার্চ ২০১৭/সুজাউদ্দিন রুবেল/উজ্জল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়