ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বাল্যবিবাহের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড

আশরাফুল আলম লিটন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৩, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বাল্যবিবাহের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে বাল্যবিবাহের দায়ে বর মনির হোসেন (১৭) ও তার বাবা আব্দুর রাজ্জাককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা এই আদেশ দেন।

সেই সঙ্গে কনে বিথী আক্তারকে (১৪) তার মামা বাড়ির স্বজনদের জিম্মায় দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত রোববার উপজেলার চকমিরপুর ইউনিয়নের সোনাকান্দি গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে বিথীর সঙ্গে মনিরের নোটারি পাবলিক ও ভুয়া কাবিনের মাধ্যমে বিয়ে হয়। বাল্যবিবাহের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বর ও কনের জবানবন্দি গ্রহণ করে। পরে বিয়ের সতত্যা প্রমাণিত হলে বর ও বরের বাবাকে কারাদণ্ড দেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুজ্জামান জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত মনির হোসেন ও তার বাবা আব্দুর রাজ্জাককে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

 

রাইজিংবিডি/মানিকগঞ্জ/২০ মার্চ ২০১৭/ আশরাফুল আলম লিটন/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়