ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধলপুরে চলছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ

আসাদ আল মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ধলপুরে চলছে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ধলপুরে ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার কাজ দ্বিতীয় দিনের মতো চলছে।

এর আগে রোববার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ ব্যাপারে ডিএসসিসির এক কর্মকর্তা জানান, ধলপুরে চারটি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সুইপারদের জন্য নির্মিত ছয়তলা ঝুঁকিপূর্ণ ভবনটি ভাঙা হচ্ছে। পর্যায়ক্রমে বাকিগুলো ভেঙে ফেলা হবে।

ডিএসসিসি সূত্র জানায়, ধলপুরে ভবনগুলো ভাঙার পর দয়াগঞ্জে অবস্থিত একটি পাঁচতলা বিশিষ্ট ঝুঁকিপূর্ণ ভবন ভাঙা হবে। ভবনটি ২০০৭ সালে নির্মাণের কিছুদিন পরই হেলে পড়ে। যা বর্তমানে সিলগালা অবস্থায় আছে। এরই মধ্যে এ ভবনটিসহ আশপাশের সাতটি সেমিপাকা শেডে থাকা পরিচ্ছন্নতাকর্মীদের ২৫৫ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে একই এলাকায় এ ধরনের আরো দুটি ভবন ভেঙে ফেলা হয়। 

ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন রাইজিংবিডিকে বলেন, জনগণের জানমালের নিরাপত্তা জরুরি। তাই আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে নতুন ভবন তৈরি করা হবে।

রাজউক-ডিএসসিসির হিসাব অনুযায়ী দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১০৯টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। এর মধ্যে ডিএসসিসিতে ১৯টি ঝুঁকিপূর্ণ ভবন রয়েছে। ধলপুরে তিনটি, দয়াগঞ্জে দুটি ও সূত্রাপুরে সাতটি ভবন ভেঙে ফেলা হয়েছে। ধলপুরে চারটি ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে একটি ভাঙার কাজ শুরু হয়েছে। বাকি ভবন গুলো শিগগিরই ভেঙে ফেলার কাজ শুরু হবে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২০ মার্চ ২০১৭/আসাদ/হাসান/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়