ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

পাবনায় আদিবাসী পরিষদের মানববন্ধন

শাহীন রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পাবনায় আদিবাসী পরিষদের মানববন্ধন

পাবনা প্রতিনিধি : সরকারি গেজেটে সাংবিধানিক স্বীকৃতি নাম অন্তর্ভুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখা।

সোমবার পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বহুকাল ধরে আদিবাসীরা এদেশে বসবাস করছে। কিন্তু অনেক সরকার এসেছে অথচ আজ অবধি আদিবাসী সম্প্রদায়ের  অনেকেই গেজেটে অন্তর্ভুক্ত হতে পারেনি। সমতল ভূমির আদিবাসীরা অবিলম্বে তাদেরকে অন্তর্ভূক্তির দাবি জানান।

বাগদী, রুহিদাস, মালি, রাজবংশি, বানিয়াস, মন্ডল (বিনদি), ঘাটমাঝি, সরদার, মালপাহাড়ী, সিং, সুহানি, মাহাতো, রবিদাস প্রভৃতি সম্প্রদায়কে গেজেটে অন্তর্ভুক্তির দাবি জানানো হয় মানববন্ধনে। একই সঙ্গে বক্তারা উল্লেখিত বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় বক্তব্য দেন জেলা আদিবাসী পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুবল চন্দ্র সিংহ, সাধারণ সম্পাদক আশিক কুমার বানিয়াস, সাংগঠনিক সম্পাদক চান্ডি কুমার বানিয়াস, সহসাংগঠনিক সম্পাদক মানিক চন্দ্র বাগদি, আদিবাসী ভূমিহীন ও ছাত্র পরিষদের নেতা অজিত কুমার সরদার, দীপক কুমার সরদার, সচিন রবি দাস প্রমুখ।



রাইজিংবিডি/পাবনা/২০ মার্চ ২০১৭/শাহীন রহমান/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়