ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টায় মামলা দায়ের

মোয়াজ্জেম হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৪, ২০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টায় মামলা দায়ের

সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রেজাউল করিম রাজ্জাক (৩৩) নামের এক সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আদিতমারী উপজেলার কমলাবাড়ী এলাকার বাসিন্দা রেজাউল করিম রাজ্জাক দৈনিক বাংলাদেশ সময় পত্রিকার আদিতমারী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

আদিতমারী থানা পুলিশ ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের দুইটি রাস্তার লক্ষাধিক টাকার সাতটি গাছ কর্তন করে স্থানীয় গাছ খেকো চক্র। এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক। বিষয়টি জানতে পেরে গাছ খেকো চক্রের হোতা কমলাবাড়ী কুমড়িহাট এলাকার মাহবুবার রহমান বাবু ওই সাংবাদিককে মোবাইল ফোনে গালমন্দ করে হত্যার হুমকি দেন। একই দিন বিকেলে সাংবাদিক রেজাউল করিম রাজ্জাক বাড়ি থেকে প্রেসক্লাবের উদ্দেশে বের হলে মিলন বাজার নামকস্থানে গতিরোধ করে মোটরসাইকেলের তেলের লাইন খুলে আগুন ধরানোর চেষ্টা করেন মাহবুবার রহমান বাবু। এ সময় সাংবাদিক রাজ্জাকের চিৎকারে লোকজন দৌড়ে এসে তাকে এবং মোটরসাইকেলটি উদ্ধার করেন।

এ ঘটনায় রাজ্জাক বাদী হয়ে মাহবুবার রহমান বাবুকে আসামি করে আদিতমারী থানায় রোববার রাতেই মামলা দায়ের করেন।

জানতে চাইলে রেজাউল করিম রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে আদিতমারী প্রেসক্লাবের উদ্দেশে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে আমাকে গতিরোধ করে মোটরসাইকেলের তেলের লাইন খুলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমার চিৎকারে লোকজন ছুটে এসে আমাকে ও মোটরসাইকেলটি উদ্ধার করেন।’

আদিতমারী প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে প্রেসক্লাবে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক আদিতমারী থানায় এজাহার দাখিল করা হয়। পরে মামলা নথিভুক্ত করা হয়েছে। অবিলম্বে আসামি  গ্রেপ্তার না করা হলে কর্মসূচি দেওয়া হবে।’

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় মামলা রেকর্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসামি মাহবুবার রহমান বাবুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’



রাইজিংবিডি/লালমনিরহাট/২০ মার্চ ২০১৭/মোয়াজ্জেম হোসেন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়