ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

জমি নিয়ে বিরোধে হামলা, গর্ভের সন্তান নিহত

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ২২ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জমি নিয়ে বিরোধে হামলা, গর্ভের সন্তান নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলীতে জমি নিয়ে বিরোধের জের ধরে এক বাড়িতে হামলা চালানো হয়েছে। এতে এক অন্তঃসত্ত্বা নারী হামলার শিকার হলে তার গর্ভের সন্তান নিহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যার দিকে ২০-২৫ জনের দুর্বৃত্ত দল স্থানীয় ফজলুল হক সুমনের বাড়িতে হামলা চালায়। এ সময় ঘরে দুই নারী ও তিনটি শিশু ছিল। দুর্বৃত্তরা পরিবারের পুরুষ সদস্যদের না পেয়ে ফয়জুন্নেসা পলি ও ফজলুল হকের স্ত্রী জান্নাতুন ফেরদৌস ইমুর ওপর হামলা চালায়। তারা দুজন অন্তঃসত্ত্বা। দুর্বৃত্তরা ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে।

পরে প্রতিবেশীরা আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হামলায় অতিরিক্ত রক্তক্ষরণে দুই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা। চিকিৎসকরা জানিয়েছেন, নির্যাতনের কারণে ফজলুল হক সুমনের স্ত্রীর গর্ভের সন্তান মারা গেছে।

ডবলমুরিং থানার এসআই মো. কাওসার জানান, দুই পক্ষের মধ্যে জায়গা নিয়ে বিরোধে এ ঘটনা ঘটেছে। দুই নারী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 



রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ মার্চ ২০১৭/রেজাউল করিম/বকুল/এএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়