ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

পুঠিয়া পৌর মেয়র শপথ নিয়েছেন

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৬, ২৩ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুঠিয়া পৌর মেয়র শপথ নিয়েছেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া পৌরসভার মেয়র রবিউল ইসলাম রবি শপথ গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান তার কার্যালয়ে মেয়র রবিকে শপথ বাক্য পাঠ করান। নির্বাচনে রবি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন।

নির্বাচনে তিনি পরাজিত হয়েছেন বলে ফল ঘোষণা করা হয়েছিল। তবে ভোট পুনরায় গণনার জন্য তিনি মামলা দায়ের করেছিলেন। এরপর আদালতের রায়ে ভোট পুনরায় গণনা করা হলে তিনি জয়ী হন। পরে নির্বাচন কমিশন তার শপথ নেওয়ার ব্যাপারে গেজেট প্রকাশ করে।

এরপরই বৃহস্পতিবার তাকে শপথ পাঠ করানো হলো। এ সময় স্থানীয় সরকার বিভাগের পরিচালক শ্যাম কিশোর রায়, উপ-পরিচালক শাওগাতুল আলম ও পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমা নাহার উপস্থিত ছিলেন।

শপথ নেওয়ার পর মেয়র রবিউল ইসলাম রবি বলেন, ‘এ বিজয় আমার নয়। এ বিজয় পুঠিয়া পৌরবাসীর। পুঠিয়া পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় পরিণত করা হবে। পুঠিয়া পৌরবাসীর জন্য আমার অফিসের দরজা সবসময় খোলা থাকবে।’



রাইজিংবিডি/রাজশাহী/২৩ মার্চ ২০১৭/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়