ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

মুক্তিপণ দাবিতে ২ জেলেকে অপহরণ

এম.শাহীন গোলদার || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৭, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মুক্তিপণ দাবিতে ২ জেলেকে অপহরণ

সাতক্ষীরা প্রতিনিধি : মুক্তিপণ দাবিতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা।

শুক্রবার ভোরে সাতক্ষীরা রেঞ্জের বৈকারীর খাল থেকে  তাদের অপহরণ করা হয়।

অপহৃত জেলেরা হলেন শ্যামনগর উপজেলার রমজান নগর ইউনিয়নের ভেটখালী গ্রামের তারা মণ্ডলের ছেলে ফনি মণ্ডল ও মুন্সিগঞ্জ ইউনিয়নের মৃত আব্দুল সরদারের ছেলে কালাম সরদার।

ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের মোনতেজ মোল্যার ছেলে করিম মোল্যা জানান, কৈখালী বন অফিস থেকে  অনুমতি নিয়ে তারা সুন্দরবনের ভিতরে মাছ ধরতে যান। ভোরে তারা বৈকারীর খালে মাছ ধরার সময় এক লাখ টাকা মুক্তিপণ দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা দুই জেলেকে অপহরণ করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়নি। অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।



রাইজিংবিডি/সাতক্ষীরা/২৪ মার্চ ২০১৭/এম.শাহীন গোলদার/উজ্জল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়