ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

নওগাঁয় গণপিটুনিতে একজনের মৃত্যু

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৩, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
নওগাঁয় গণপিটুনিতে একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : নওগাঁর বদলগাছি উপজেলায় চোর সন্দেহে আবদুল মজিদ (২৫) নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে রামেকের মর্গে আবদুল মজিদের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। নিহত ব্যক্তি নওগাঁর মান্দা উপজেলার দন্তেশ্বর গ্রামের আবদুল খালেকের ছেলে।

নিহতের বড় ভাই রতন হোসেন (২৮) বলেন, বদলগাছি উপজেলার রাজাপুর গ্রামে গত বুধবার রাতে এলাকাবাসী চোর সন্দেহে আবদুল মজিদকে গণপিটুনি দেন। এরপর সকালে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থার আরো অবনতি হলে তাকে রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

রতন হোসেন বলেন, আমার ভাই চোর না। আমার ভাই কৃষক, দিনমজুর। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে কথা বলতে শুক্রবার দুপুরে বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। ফলে এ ব্যাপারে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২৪ মার্চ ২০১৭/তানজিমুল হক/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়