ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

রাজশাহীর বাজারে ভারতীয় আম

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৩, ২৪ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাজশাহীর বাজারে ভারতীয় আম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী নগরীর বাজারে আগাম আম উঠতে শুরু করেছে। তবে এসব আম দেশি না, এগুলো বিদেশি। পার্শ্ববর্তী দেশ ভারতের।

ভারতীয় আমের পসরা সাজিয়ে বসেছেন ফল ব্যবসায়ীরা। এ সব আম ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে রাজশাহীর বাজারে আসছে।

যদিও রাজশাহী অঞ্চলের আম গাছে শোভা পাচ্ছে আমের গুটি। ভারতীয় আমের রঙ হালকা হলুদ ও লালচে ধরনের। এসব আম আকারে ছোট। প্রতিকেজি আম ১৪০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দাম বেশি হলেও নতুন ফলের স্বাদ নেওয়ার জন্য আগ্রহী ক্রেতারা। তাই আম কিনছেন তারা।  

ফল ব্যবসায়ীরা জানান, ভারতীয় আমের স্বাদ টক-মিষ্টি ধরনের। ভারত থেকে প্রতি বছরই এ সময় আম আসে। বাজারে যেসব আম পাওয়া যাচ্ছে, তার মধ্যে রয়েছে- পিএম, তোতা পাখি ও গোলাপ খাস।

নগরীর ফলের দোকানে বিক্রি হচ্ছে এসব জাতের আম। নগরীর গুরুত্বপূর্ণ জনবহুল স্থান সাহেববাজার, বাস টার্মিনাল, রেলগেট শহীদ কামারুজ্জামান চত্বর, লক্ষ্মীপুর, কোর্ট বাজার ও কাদিরগঞ্জ এলাকার ব্যবসায়ীরা আম বিক্রি করছেন।

শুক্রবার সকালে নগরীর লক্ষ্মীপুর বাজারে ভারতীয় আম কিনতে আসা ক্রেতা সেলিম রেজা বলেন, ফলের রাজা আম। তাই দাম বেশি হলেও কিনছেন।  দেশি আম বাজারে আসার আগেই পরিবারের সদস্যদের নিয়ে আমের স্বাদ নিতে চান। 

নগরীর সাহেববাজার বড় মসজিদ এলাকার ফল ব্যবসায়ী নিখিল চন্দ্র দাস বলেন, দেশে কেবল আমের গুটি ধরেছে। এখনো আম বড় হয়নি। তাই প্রত্যেক বছর দেশি আম বাজারে উঠার আগেই ভারতীয় আম আমদানি হয়। ভারতীয় এ সব জাতের আম টক-মিষ্টি। দাম একটু বেশি হলেও ক্রেতারা আগ্রহ নিয়ে কিনছেন।

 

 

রাইজিংবিডি/রাজশাহী/২৪ মার্চ ২০১৭/তানজিমুল হক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়