ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চট্টগ্রামে ১০ গুণীজনকে স্বাধীনতা সম্মাননা পদক প্রদান

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ২৬ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ১০ গুণীজনকে স্বাধীনতা সম্মাননা পদক প্রদান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের ১০  বিশিষ্ট নাগরিক ও গুণীজনকে স্বাধীনতা সম্মাননা পদক প্রদান করেছে সিটি করপোরেশন।

রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধ্যায় নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পদকপ্রাপ্তদের পদক তুলে দেন  সিটি  মেয়র আ জ ম নাছির উদ্দিন।

পদকপ্রাপ্ত বিশিষ্ট গুণীজনরা হলেন- মুক্তিযুদ্ধে মোখতার আহমদ (মরণোত্তর), স্বাধীনতা আন্দোলনে ভূপতি ভূষণ চৌধুরী (মানিক চৌধুরী মরণোত্তর), সাংবাদিকতায় আতাউল হাকিম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওস্তাদ নীরদ বরণ বড়ুয়া (মরণোত্তর), চিকিৎসায় ডা. ফজলুল আমীন (মরণোত্তর), শিক্ষায় বেগম হাসিনা জাকারিয়া, শিশু চিকিৎসায় ডা. প্রণব কুমার চৌধুরী, নারী জাগরণে বেগম রুনু সিদ্দিকি (মরণোত্তর), সমাজসেবায় সাফিয়া গাজী রহমান ও ক্রীড়ায় মোজাম্মেল হক।

স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর সালেহ আহমদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আবিদা আজাদ, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজিদা শরমিন, যুথিকা সরকার, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু।

অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মঞ্জুরুল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৬ মার্চ ২০১৭/রেজাউল করিম/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়