ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মেঘনায় ট্রলার ডুবে নিহত ৩, নিখোঁজ ২৫

হাসান উল রাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ৩০ মার্চ ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মেঘনায় ট্রলার ডুবে নিহত ৩, নিখোঁজ ২৫

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় মেঘনা নদীতে ট্রলার ডুবে তিনজন নিহত হয়েছে। এতে ২০-২৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকায় একটি ট্রলার ডুবে যায়। এ ঘটনার পর এলাকাবাসী তিন যাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহতরা হলেন- ছাত্তার (৪০), সফুরা বেগম (৭০) ও কাঞ্চন (৬৮)।

এ ব্যাপারে সোনারগাঁও থানার এসআই মাকসুদুর রহমান ঘটনাস্থল থেকে মোবাইল ফোনে জানিয়েছেন, ঢাকার রামপুরা থেকে একটি ট্রলার কমপক্ষে ৯০ জন যাত্রী নিয়ে লেংটার মাজারের উদ্দেশে যাচ্ছিল। অতিরিক্ত যাত্রী থাকার কারণে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ এলাকায় এসে ট্রলারটি ডুবে যায়। অনেক যাত্রী সাঁতারে কূলে আসলেও ঠিক কতজন নিখোঁজ রয়েছে তা সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে, ২০-২৫ জন নিখোঁজ রয়েছে।

এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এর আগে এলাকাবাসী উদ্ধার অভিযানে অংশ নিয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে।

 

 

রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৩০ মার্চ ২০১৭/হাসান উল রাকিব/বকুল  

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়