ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মা-মেয়েকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

মোমেনুর রশিদ সাগর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ২১ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মা-মেয়েকে এসিড নিক্ষেপের ঘটনায় মামলা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় মা রশিদা বেগম (৪৭) ও মেয়ে সুমিকে (২৩) এসিড নিক্ষেপের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শুক্রবার বিকেলে দগ্ধ মা রশিদা বেগম বাদী হয়ে সাদুল্যাপুর থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের তরফ সাদুল্যা গ্রামে দুর্বৃত্তদের এসিড হামলার শিকার হন তারা।

দগ্ধরা ওই ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী ও মেয়ে। তারা বর্তমানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

সাদুল্যাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ ইমরুল কায়েস মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষ রঞ্জু মিয়া এডিস নিক্ষেপের ঘটনায় জড়িত থাকতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দায়িত্বরত মেডিক্যাল অফিসার ডা. সজীব কুমার জানান, এসিডে মা রশিদা বেগমের শরীরের ১০ ভাগ ও মেয়ে সুমির ৪ ভাগ ঝলসে গেছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।



রাইজিংবিডি/গাইবান্ধা/২১ এপ্রিল ২০১৭/মোমেনুর রশিদ সাগর/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়