ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লক্ষ্মীপুরে প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

পলাশ সাহা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ২৪ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
লক্ষ্মীপুরে প্রবল বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে প্রবল বৃষ্টিতে ডুবে গেছে নিন্মাঞ্চলের ফসলি মাঠ। নষ্ট হয়ে গেছে সয়াবিন, বাদাম, মরিচ, ডাল জাতীয় ফসলসহ রবিশস্য।

সবচেয়ে ক্ষতি হয়েছে সদর উপজেলার ভবানীগঞ্জ, তোরাবগঞ্জ, পেয়ারাপুর নিন্মাঞ্চলের ফসলি মাঠ। এতে সব হারিয়ে হতাশায় পড়েছে কৃষকরা। তাদের লোকসান গুনতে হবে।

চার দিনের থেমে থেমে ভারি বর্ষণে ক্ষেতের বেশিরভাগ সয়াবিন পানির নিচে ডুবে গেছে। অতিরিক্ত পানি ক্ষেতে জমে থাকায় সয়াবিন গাছ মরে যাচ্ছে। ডুবে থাকা সয়াবিনে পঁচন লেগেছে। অসময়ের এমন বৃষ্টি কৃষকদের সর্বনাশ ডেকে এনেছে। এমন পরিস্থিতির কারণে সয়াবিন চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এর প্রভাব পড়বে আগামী আমন মৌসুমেও।

লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক গোলাম মোস্তফা বলেন, শনিবার বিকেল পর্যন্ত প্রাথমিকভাবে প্রায় ১০ হাজর হেক্টর জমির সয়াবিনের ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়েছে। জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা তথ্য সংগ্রহ করছেন। সব তথ্য হাতে আসলে সঠিকভাবে বলা যাবে কী পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে।

লক্ষ্মীপুর কৃষি অফিস থেকে জানা গেছে, চলতি রবি মৌসুমে লক্ষ্মীপুরে মোট ৫০ হাজার ৫০০ হেক্টর জমিতে সয়াবিনের চাষ হয়েছে। এর মধ্যে রামগতি উপজেলায় ১৮ হাজার ২০০ হেক্টর, কমলনগরে ১৬ হাজার ৩১০, রায়পুরে ৭ হাজার ৯৬০ হেক্টর, সদরে ৭ হাজার ৯৫০ ও রামগঞ্জ উপজেলায় ৮৫ হেক্টর জমিতে সয়াবিনের আবাদ হয়।



রাইজিংবিডি/লক্ষ্মীপুর/২৪ এপ্রিল ২০১৭/পলাশ সাহা/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়