ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

জঙ্গিদের আত্মসমর্পণের ‘শেষ আহ্বান’

তানজিমুল হক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ২৭ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জঙ্গিদের আত্মসমর্পণের ‘শেষ আহ্বান’

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : জঙ্গিদের আত্মসমর্পণের জন্য শেষবারের মতো আহ্বান জানানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঘিরে রাখা সন্দেহভাজন জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্ট’ শুরুর ১৭ ঘণ্টা পর এ আহ্বান জানানো হয়।

বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার শিবনগর-ত্রিমোহনী গ্রামে আমবাগান ঘেরা ওই বাড়িটি পুলিশ ঘেরাও করার পর সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে অভিযান চালায় সোয়াত। কিন্তু দুই ঘণ্টা পরই স্থগিত করে।

রাতের বিরতির পর সকাল ৯টার দিকে ফের অভিযান শুরুর পর বৃহস্পতিবার সোয়া ১টায় আত্মসমর্পণের শেষ আহ্বান জানানো হয়।

এর আগে অভিযান শুরুর সময় থেকে ঘণ্টাখানেক ধরে শোনা যায় গুলির শব্দ। ১০টা ৬ মিনিটে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থলে পৌঁছায় বোমা নিষ্ক্রিয়কারী দল।

জেলার পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম বলেন, রাতের বিরতির পর বৃহস্পতিবার সকালে আবার অপারেশন শুরু হয়।

এদিকে ঘটনাস্থলের কাছ থেকে পুলিশকে মাইকে বলতে শোনা যাচ্ছে, আপনাদের আত্মসমর্পণের জন্য শেষবারের মতো আহ্বান জানানো হচ্ছে।



রাইজিংবিডি/রাজশাহী/২৭ এপ্রিল ২০১৭/তানজিমুল হক/এসএন

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়