ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

চট্টগ্রামে ৩ লাখ চিংড়ি পোনা আটক

রেজাউল করিম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৯, ২৯ এপ্রিল ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে ৩ লাখ চিংড়ি পোনা আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় দারোগা হাট এলাকায় খুলনাগামী মিম জাল পরিবহনের একটি গাড়িতে  তল্লাশি চালিয়ে তিন লাখ চিংড়ি পোনা আটক করেছে প্রশাসন।

শনিবার গোপন খবরের ভিত্তিতে উপজেলা মৎস কর্মকর্তা সেলিম রেজা এবং সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চিংড়ি পোনা আটক করা হয়।

সহকারী কমিশনার রুহুল আমিন জানান, গোপনে তথ্য পেয়ে বড় দারোগা হাট এলাকায় খুলনাগামী মিম পরিবহনের একটি বাস আটক করা হয়। পরে বাসের ভেতর তল্লাশি চালিয়ে ১৬টি ড্রাম ভর্তি চিংড়ি পোনা উদ্ধার করা হয়। এসব ড্রামে তিন লাখ চিংড়ি পোনা পাওয়া যায়। পরে এসব চিংড়ি পোনা সীতাকুণ্ডের কুমিরা ঘাটে সমুদ্রে অবমুক্ত করা হয়।

এই ঘটনায় চিংড়ি পোনা বহনকারী বাসের চালক ও সুপারভাইজারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

রুহুল আমিন বলেন, এসব চিংড়ি পোনা শিকার করে এক শ্রেণির ব্যবসায়ী দেশের মৎস সম্পদ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মশারির নেট দিয়ে নদী এবং সমুদ্র থেকে এসব পোনা ধরতে গিয়ে অনেক প্রজাতির অন্যান্য মাছ নষ্ট করে ফেলছে তারা।

এর আগে গত ২৫ ও ২৭ এপ্রিল পৃথক অভিযান চালিয়ে খুলনাগামী দুটি পরিবহন থেকে সাড়ে ২৪ লাখ পোনা আটক করে প্রশাসন এবং উপজেলা মৎস অফিস।



রাইজিংবিডি/চট্টগ্রাম/২৭ এপ্রিল ২০১৭/রেজাউল/রুহুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়