ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সহপাঠীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রকে জরিমানা

মো. আনোয়ার হোসেন শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫২, ২৫ মে ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সহপাঠীকে উত্ত্যক্ত করায় স্কুলছাত্রকে জরিমানা

মাগুরা প্রতিনিধি : সহপাঠীকে উত্ত্যক্ত করায় দশম শ্রেণির এক ছাত্রকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহম্পতিবার দুপুরে মাগুরার মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম এই জরিমানা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম জানান, উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের মহেষপুর গ্রামের দাউদ হোসেন মিয়ার ছেলে সোলাইমান মিয়া ওরফে আজাহার (১৫) পার্শ্ববর্তী লক্ষ্মীপুর গ্রামের এক ছাত্রীকে উত্ত্যক্ত করত। দুইজনই ঝামা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

আজাহার আজ ভোরে বাড়ি থেকে দুই কিলোমিটার দূরে ওই সহপাঠীর বাড়িতে গিয়ে কথা বলার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজন তাকে ধরে মারধর করে বেঁধে রাখেন। পরে এলাকার লোকজন খবর দিলে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চৌধুরী রওশন ইসলাম ও অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে কিশোরকে উদ্ধার করেন। ১০০০ টাকা জরিমানা করে কিশোরকে তার পরিবারের জিম্মায় দিয়ে দেন।

ছাত্রীর পরিবারের অভিযোগ আজাহার প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। মহম্মদপুর অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন, ‘আজাহার এ ধরনের কাজ আর করবে না বলে মুচলেকা দিয়েছে তার পরিবার।’



রাইজিংবিডি/মাগুরা/২৫ মে ২০১৭/মো. আনোয়ার হোসেন শাহীন/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়